কুহকের সুরে গেয়ে যাও গান
         রিপন রায়


তুমি কেনো আজ আবার নতুন করে
                                   - খুঁজছো আমায়
যে পথের সঙ্গের সাথী আজ তুমি
তার থেকে আমি দূর বহুদূরে ।
কেনো ভিজালে চোখের জলে
লাল পেড়ে শাড়ির আঁচল
ঝাউয়ের শাখায় অন্ধকারে ।
বারে বারে কেনো মোরে ডেকে যাও
আজ, সেই চেনা প্রিয় সুরে।


কুহকের সুরে গেয়ে যাও গান
বোবা কান্নায় থমকে যায় পবন
ছলছল চোখের ভাষা- মৃত আশা
অমাবস্যা ছেয়ে আছে চাঁদ বদন।
শঙ্খচিল ভেসে যায় নীল গগন
ঊষার দুয়ারে ফেরে না প্রভাত ফেরী
মালতী বনে প্রজাপতি চিন্তামনি নিশ্চল
স্রোতহীন নদী মাঝি ফিরে বাঁকে বাঁকে ।


বেলেঘাটে বালু কুড়াই আজও সখি
আমার প্রিয় শ্রীনদীর চরে।
গোধূলি লগনে ওই লাল সূর্যমুখী
সুখরঞ্জন নেই মোর মোর ঘরে।
হিয়ার মাঝে লুকিয়ে ছিলেম
হিয়ার মাঝে রেখে মুখ
হাতখানি ছেড়ে মোর
দিতে  পেরেছো কি তারে কোনো সুখ ?


রচনাকাল : ০৪/০২/২০২১