বলো তুমি কেমন হতো !
         রিপন রায়


এই রাত যদি শেষ না হতো
জোছনা রাতে ঝিরি ঝিরি হাওয়া
শিশির ভেজা শিউলি ফুলের গন্ধ
কৃষ্ণচূড়ার ডালে তালতমালের বনে
নয়নে নয়ন রেখে  তোমায় দেখতাম
বলো তুমি কেমন হতো !


কুল কুল রবে বয়ে যায় নদী
আপন মনে মাঝি বেয়ে যায় তরী
চাঁদের আলো নদীর বুকে ঝিকিমিকি করে
মাঝি নেই বৈঠা নেই তুমি আমি মুখোমুখি
বলোতো কেমন হতো!


বিরাট রাজপ্রাসাদ জনমানব শূন্য
বসন্তপুর ফুলে ফুলে ভরে গেছে বাগান
চুলের খোপায় বাঁধা বেশি, অলি করে গুণ গুণ
চারিদিকে শুধু পাখির কিচির-মিচির
আমি তোমার হাতটি ধরে ব্যালকনিতে
বলো তুমি কেমন হতো!


সময়ের স্রোতে তুমি আমি চন্দ্রামল্লিকা বনে
কলার বাশনার ফাঁকে ফিঙে-প্যাঁচাদের সমাবেশ
দূর হতে ভেসে আসে ভালোবাসার প্রাণবন্ত সুর
জাহাজের মাস্তুলে তুমি আর আমি
স্বপ্নের সাথে ভেসে বেড়াই স্বপ্নের মাঝে দৃষ্টির অদূরে
ঈগলের ডানায় ডানায় দুটি হাত মেলে
বলো তো তুমি কেমন হতো!


রচনাকাল ::১২/১১/২০১৯