তুঁমি আছ আমাদের মাঝে
তুঁমি আছ সবুজে ঘেরা ছায়াঢাকা
শ্যামকন্যার দেশে।
পূর্ব পুশ্চিম দিগন্তে রক্তিম সূর্যের আভায়
তোঁমার ছবি আজও ভাসে।
তুঁমি আছ এই বঙ্গতীরে
লক্ষ কোটি জনতার ভীড়ে
তুঁমি আছ তুঁমি আছ
আছে তোঁমার অমর কীর্তি
তোঁমার অক্ষয় মূর্তি
তুঁমি আছ বাঙালির অন্তরে।


ইয়াহিয়ার চক্রান্তের জালে
যেতে হলো তোঁমাকে জেলে
তবুও অবনত নয় তোঁমার মস্তক
ওরা রক্তচোষা-জোঁক।


বজ্র কণ্ঠের মহানায়ক তুঁমি
বিশ্ববাসি জানে তুঁমি আকাশ চুমি
তোঁমার সৃষ্টি সূর্যের সাথে
বাংলা প্রাণে, মাছে-ভাতে
তুঁমি বাংলার বন্ধু
বাংলার মানুষের বন্ধু
     “বঙ্গবন্ধু”


রচনাকাল : ১৩/০৪/২০০৯
প্রকাশকাল : ৩০/০৭/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় :রাত (১০:৩০)মিনিট >যশোর বেজপাড়া।