এসো বন্ধু এসো-
আমার ভাঙা ছোট্ট কুঠিরে
ইস্ কোথায় যে বসতে দেবো
নেই কোনো রাজসিংহাসন-
বুঝিনা কি করিব বচন।


রোজ প্রভাতে
আমারই দিন কাটে
ধূলার তখতে।
তুমি রাজার কুমার
সোনার চামচ মুখে নিয়ে জন্ম তোমার
অষ্ট ঘোটক সোনার রথে চড়ো
সহস্র সৈন্য সাথে।
আর আমি !
চাল চুলো নেই যার
দিন কাটে অনাহার
পৃথিবী প্রান্তে।
কিসের এত ভেদাভেদ
বন্ধু পারবে কি বলতে ?
দীন-দুঃখী গরিব আমি
নইকো ধনির দুলাল
জন্ম দোষ মাতৃগর্ভে
আমি এক চন্ডাল।


জন্ম সত্য            মৃত্যু সত্য
           সর্বজনে কয়।
হিন্দু মুসলিম       বৌদ্ধ খ্রিষ্টান
        একই জাতের হয়।
রাজার কুমার-
শোনো বন্ধু শুরুতেই তোমার ইস্
আমিতো নই রাজা
সুস্থ সবল রক্ত মাংসের মানুষ
আমি তরতাজা ।
মদের নেশায়।    আরাম বিলাসিতায়
            হইনি বেহুঁশ।
আমি তরতাজা     নইকো  রাজা
        তোমারই মতো মানুষ।
চাইনা রাজ সিংহাসন
চাই না দামি বসন ব্যাসন
কোনো সম্রাটের অট্টালিকা
নবপল্লবে প্রস্ফুটিত বালিকা।
চাইযে তোমাতে হতে
মাছে ভাতে বাঙালির পাতে
মাঠে ঘাটে শ্যামল ছায়ার
বৃষ্টি স্নাত প্রভাতে। ।


রচনাকালঃ 15/08/2009
প্রকাশকালঃ 21/11/2018 (যশোর )