চিরকুট লয়ে আসিল দাসী
কুমারের হয়ে , দিল কুমারীর হাতে।
নাশিল জীবন চির জীবন নাশি
ভাসিল মন প্রেম সায়রে পূর্ণরাতে।
গাথিল বকুল মালা কুমারী বিনি সুতায়
পরিল নিজ কুমারের গলায়।
ফুটিল প্রেম পদ্ম কুসুম সায়রে
জানিল দাসী দুটি মন অন্দরে।
ক্রমে জানিল রাজা
প্রাণ চাহিলেন তার তরতাজা।
পড়িল ধরা কুমার
হয় মৃত্যদন্ড নয় কারাগার।
লোহার শিকলে বাধল তার
হাত - পা সারা অঙ্গে।
সহস্র সৈন্য সামন্ত সঙ্গে
নবরত্নে সজ্জিত দরবার
বসিল বিচার রাজা পরিল মালা
                              হায়-
দৈবাৎ প্রেমের পরাজয়ে।
প্রস্থান করিল কুমার অঙ্গরাজ্যে
কলির আগম নিজ রাজ্যে -
               কুমারী জয়ে।।


রচনাকাল : ০১/০৯/২০০৯
প্রকাশকাল : ৩১/০৭/২০১৯ > যশোর বেজপাড়া।