দীর্ঘশ্বাস ফেলে
রিপন রায়


জীবনটা আমার বড়ই উন্মাদনার
সে আর চায় না থাকতে বন্দিদশায়।
একবার উড়বে আকাশ জুড়ে
উঠবে পাতাল ফেড়ে
পবিত্র বাতাসে দেহ-
ভাসাবে শ্বাস প্রশ্বাসে।
ওই স্কুল মাঠের পানে
আমার দৃষ্টি আঁকা বাঁকা
সময় তো যায় চলে
                 - ফেলে দীর্ঘশ্বাস ।
আমার দুঃখ কষ্টে
গাছের পাতারাও কাঁদে
এ জীবন হলো সলিল সমাধি
আমার প্রিয় ঐ না শ্রীনদে।
ভালবাসি আমার পল্লী জননীরে
ভালোবাসি তাঁর আকাশ বাতাস
একবার ফিরে যেতে চায় মন
বিনা রশিতে চার  হাত পাও বাঁধা ।
কতদিন দেখি না ওগো প্রিয়তমা
এই মহামারী সঙ্কটে
প্রকৃতি আজ করে আছে বিরাজ
না জানি কখন কি ঘটে !
আমার ছেড়া পালে প্রভু
চাওয়া পাওয়ার নাই কিছু
হঠাৎ কখন ঘটে দুর্ঘটনা
এ বিশ্ব ভুবন জুড়ে বিভু
তুমি জগত পিতা
এবার ক্ষমা কর রে এ মোর প্রার্থনা ।


রচনা কাল:: ২৮/০৬/২০২০