আজকের এই দিনটা কেন জানি
একটি নিরস দিনের একাংশ
হয়ে উঠেছে
নীল গগণ সমুদ্রের কোনায় কোনায়
সাদা সাদা কালো মেঘের
ফুল ফুটেছে
পূর্ব আকাশে লাল আভায় উদ্ভাসিত
সূর্যটি করেনা প্রজ্জলন
সেই আগের মত
মনের গহিন বিজন অরন্যে
কুহগ ডাকিছে বারংবার
ক্ােন বেদনায় সে ক্ষতবিক্ষত
যে রমনির ভেজে বালিশ
দিবানিশি অবিরত


ঘোর অন্ধকারে পথ দেখায়না
নিশিরাতের চাঁদের আলো
জোছনা পোকার দল পথ ভুলেছে
আন্ধার করে মুখ কালো
আজ কেন এমন হল
দিনের দশা
বোবা কান্নায় ফেটে পড়ে বুক
চোখে আসে জল
মন বোঝেনা ভাষা
কেন আজ এই দুটি চোখে
নির্ঘুম রাত
প্রতিক্ষায় রত থাকা হৃদয়ের
আসেনা প্রভাত


ভাবছি, ভাবছি শুধু সেই
সুখের উল্লাসে ভেসে থাকা
দিনগুলির কথা
ভেবে ভেবে আমি মর্মাহত
চিলেকোটায় বাধা আমার
বুকের ব্যাথা
মাঝখানে সাত সমুদ্র তেরো নদী
তুমি ওপারে হেসে খেলে
দুঃখে কাটে দিন আমার
দূর পরবাসে বসে ।


রচনাকাল ঃ (২৬/০৩/২০১৪)