এসো হে প্রিয় আমার
দুয়ার রেখেছি খুলে
রজনীগন্ধা-বকুল মালা
গেথে মাথার চুলে।
লাল টুক টুক আলতার আবরণ
মেখেছি আমার দুটি পায়
বেনারসি শাড়ির আচল
জড়িয়েছি মোর কায়ায়।


হাজার রকম স্বপ্ন দিয়ে
সাজিয়েছি এ বাসর
প্রতিটি প্রহর তোমার প্রতিক্ষায়
চঞ্চল আঁখি মোর বিভোর।
এসো হে প্রিয় আমার
প্রতিটি শীত - গ্রীষ্ম - বর্ষা -
শরৎ - হেমন্ত বিলাসে।
এসো হে প্রিয় আমার
আমার হৃদয়ের  প্রতিটি স্তরে স্তরে
আমায় জড়িয়ে ধরো - হয়ে-
শিশির ফোটা - কুয়াশার চাদরে।


আজ এসেছে বসন্ত
হিয়ার প্রতিটি পরতে পরতে
নিদারুন স্পর্শ কাতরতা।
আকাশে পূর্ণিমার চাঁদ
সাগরে অবারিত মন্থন
তুমি নেই , আমি নিস্তব্ধতা।
বনে বনে ডেকে যায় কোকিল
মনের আকাশ ধুসর কালো মেঘে ঢাকা
তুমি নেই পাশে , তাই আজ-
বসন্ত যে ফ্যাকাশে।
এসো হে প্রিয় আমার
এসো হে প্রিয় আমার।।
        


রচনাকাল ঃ  ০৮/০৮/২০১৪
প্রকাশকাল ঃ ২৫/১১/২০১৮