গোধূলি লগনে
রিপন রায়


গোধূলি লগনে
আমি চলেছি একা
পথের ধারে কাশবন
বাতাসে দোদুল্যমান
আম জামরুল কাঁঠাল
শিমুল তমাল মাকাল
বেত আর দেবদারু গাছে
যেন বাসর সাজায়।


পদ্মা মেঘনা যমুনা
ভাসে যেন আজ
সুরের মূর্ছনায়।
আমি হাজার বছর ধরে
হাটিতেছি এই পথ ধরে
পথের রচনায়।
যদি কখনও পড়ে মনে
জীবন মরণের সন্ধিক্ষণে
ভেবে নিও আছি বিরলে
দিয়ে যেয়ো প্রভুর দর্শন ।।


রচনাকাল :: ২৫/০২/২০১৩