গড়ব নতুন সভ্যতা (গান)
                          রিপন রায়


ওরে ও করোনা
তুমি বড় ভালো না
কেন আইছো  আমার দেশেতে
তুমি আমার বন্ধু না
শত্রুতাও ছিল না
বিদায় দেবো কি দিয়ে সাথে ।
ওরে ও করোনা তুমি বড় যন্ত্রণা
ক্ষমা করো এবার তুমি ভাই।।


                            আমার দেশের নিরীহ মানুষ
                            খাইতো দুটো নুন ভাত
                            মিলে মিশে থাকতাম সবাই
                            ছিল না কোনো জাতপাত ।
                            ভবের মায়ায় ছিলাম ডুবে
                            সুখের বাতাস বইতো সবে
                     পড়শির গলায় শুনতাম জারি গান
         ও ভাই করোনা এবার তো ক্ষমা করে যান।।
          করোনারে করোনা এবার তুমি যাও না
                            আদব-কায়দা শিখে গেছি
                            কখনো আর ভুলবোনা।।


ভুল হয়েছে বুঝলাম আমি
করজোড়ে ক্ষমা চাই
আর মেরো না আপনজনার
কাঁদবে বসে প্রাণ সখায়।
বিশ্ব সভায় শপথ করলাম
মেনে চলবো শুচিতা
অসভ্যতাকে বিনাশ করে
গড়ব নতুন সভ্যতা ।
করোনারে করোনা এবার তুমি যাও না
আদব-কায়দা শিখে গেছি
কখনো আর ভুলবোনা।।


রচনাকাল :: ১৯/০৪/২০২০