যদি বেঁচে যাই
রিপন রায়


যদি বেঁচে যাই
আবার দেখা হবে
সেই কল্পতরু বৃক্ষের ছায়ায়।
আবার গল্প হবে
সেই পুরাতন অতীতের
কোনো এক শরতের ছায়ায়।


যদি বেঁচে যাই
আবার মেলা হবে
আমার পল্লীবধূর রুপের মায়ায়।
আবার গান হবে
জারি-সারি-ভাটিয়ালীর
দাড় বেয়ে মাঝি মাঝ দরিয়ায়।


যদি বেঁচে যাই
স্বপ্ন গাথা হবে
সেই নতুন দিনের আশায়।
আমার ভূবন হবে
আলোয় আলোময়
গান হবে আষাঢ়ের বারিধারায়।


যদি বেঁচে যাই
আবার দেখা হবে
দূর গগণপ্রান্তে কৃষ্ণচূড়ায়
আবার ভাসব সবাই
শত আনন্দের জোয়ারে
রাখাল বাঁশির সুরের মুর্ছনায়।


রচনাকাল ঃ ৩০-১২-২০২০ ইং
সময় ঃ  ০৯ঃ০০ রাত