মানুষতো নয় অমানুষ
ওদের নেই কোনো হুশ
ওরা করতে জানে জুলুম
আমার বাংলার মানুষ কত
আবাল বৃদ্ধ বনিতা যত
ওদের হাতে হয়েছে মজলুম। ।


আমার বাংলার মানুষ কত
হল অধিকার বঞ্চিত
আমার বাংলার মানুষ যত
হল নিঃশ্বেষ নিঃশ্বেষিত
ওরা বৃটিশ ওরা পাকিস্তান
ওরা করেছে শ্মশান
ওদের হাতে
নিশিদিন প্রভাতে। ।


ক্ষুধার্ত কাটিয়েছে দিন
বুঝি আহার হল ঋণ
ওরা শুধিবে কেমনে
আহার কেড়েছে জিন ।
ওরা কি অত্যাচারের জন্য ?
ওদের চোখ শুধু পরের অন্নে
জানি একদিন নাইরে বেশিদিন
আহার আনিবে বঙ্কিম
মেরে পাকিস্তানে। ।


রচনাকাল 29/01/2013