রাজার কুমারী এক নামে মায়াবতী
চন্দ্র ন্যায় দেখতে, গুনে সুমতি
কি বলিব কুমারী প্রসঙ্গ
অঙ্গের দুলানি যেন বান্ধিছে গৌরী অঙ্গ
বিভোরিলো মোরে, দর্শাইয়া ডোরে
পূর্ণ শশি যূগল বান্ধিলো অধোরে
তিমিরাগারে পলাইনু কৌমুদিনী
দেখে ইষৎ বিলম্বেন যতিনি
উচ্ছসিত হৃদয় মধুর সরসে
শুভাসিল ব্রজকুঞ্জ মায়ার পরশে।


প্রতিদিন অংশুমালী ঢালিছে বারি
বরাঙ্গে,পরাজয় মেনে নিয়ে অরি
কটকসÍম্ভ,দিষৎ-শোনিত নদে ,সৌমিত্রি
রক্ষকুললক্ষী,রক্ষরানী সতী-সাবিত্রি
রঘুকুল কমল হেরিল যত
রঙ্গে,জর্জরিত চন্দ্রকলার মত
মন্দস্বরে সুনেত্রা বাখানি
কুহক,কামরুপী,ভৈরব রুপিনী।

      
রচনাকাল : ০৪-০৮-২০০৯
প্রকাশকাল : ২৬-১১-২০১৮