তোমার চরণে লুটাবো দেহ
              হব না আত্মপর।
দেশদ্রোহী বিমাতাদের সব
              করহে দেশান্তর।
আমি আমার মাটিরে
               বড় ভালবাসি।
কেন আনিব মনে
               মনুষ্যত্বে বিদ্বেষী।
জন্ম মোরার একই মাতৃ জঠরে
মরিলে কেহ চিতায় কেহ কবরে।
একই অন্ন জলে পরিপুষ্ট দেহ
আমরা সবাই- মানুষ আপন
                   পর নই কেহ।।


রচনাকাল :: ০৮/০৪/২০২০