"কি সুখ পেলে (গীতি কাব্য )
      রিপন রায় "


আমিতো আর আগের মতো
নাইরে তোমার আশায়
ভালোবেসে দুঃখ দিলে
সে যে শুধু কাদায়
কি সুখ পেলে বলো কি সুখ দিলে
অঞ্জনা বলো না কি সুখ পেলে ।।


স্বপ্ন দেখার দিনগুলো
গেছে হারিয়ে
তুমি গেছো দূরে সরে
আমায় পালিয়ে ।
জীবনের সব রঙ গেছে স্রোতে ভেসে
নিঃস্ব হলাম আমি তোমায় ভালোবেসে ।
কি সুখ পেলে বলো কি সুখ দিলে
অঞ্জনা বলো না কি সুখ পেলে ।।


হৃদয়ের এই আঙিনায়
ঝরে যায় বৃষ্টি
সুখে থাকার অভিনয়
করে গেছো সৃষ্টি
অনুভবে আর আসোনা
না পাওয়ার ব্যথায় কাদিনা।
কি সুখ পেলে বলো কি সুখ দিলে
অঞ্জনা বলো না কি সুখ পেলে ।।
আমিতো আর আগের মতো
নাইরে তোমার আশায়
ভালোবেসে দুঃখ দিলে
সে যে শুধু কাদায়।।


রচনাকাল : ২০/০৩/২০১৯
রচনার সময় : ০১ : ৩৯ মিনিট (দুপুর) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :২০/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।