পৃথিবীর এই মোহমায়ায়
আজ ফেঁসে গেছি
মেতে গেছি তার যত সুখ নিদ্রায়
বট বৃক্ষের ছায়ায় বাওড়ে শাপলা
শান বাঁধানো পদ্ম পুকুরের জল
কচুবনে কোলা ব্যাঙের ডাক
ঘুগরো পোকার নিরলস
গান গেয়ে চলা
এ মন প্রাণ আকুল হয়ে যায়
এই বাংলার বাংলার প্রকৃতিতে ।


উত্তাল পদ্মার বুকে পাল তুলে মাঝি
গেয়ে যায় জারি সারি ভাটিয়ালি
কোমরে বিছা কাঙ্কে কলসি চলে
গাঁও কন্যা শেফালী ।
গোলাপ রাঙা ঠোঁট দুটো তার
রক্তচন্দন ঊষা।
তুষার শুভ্র অঙ্গ দোলায়
ঝরে, মুক্ত কন্ঠের ভাষা
প্রকৃতি লেপে দিল তার
শত আভরণে ।
.........সংক্ষেপে


রচনাকাল : ০৩/০৩/২০১৯
রচনার সময় : ০৯ : ৫৫ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :২৫/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।