মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
        রিপন রায়


মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাঁচার স্বপ্ন দেখি আরো একবার
কর্ম সম্পাদনে আছে ঢের বাকি।
পৃথিবীর বুকে আমার একটা ক্ষুদ্র পৃথিবী আছে
আছে সেখানে আমার মা-বাবা-ভাই-বোন
আমার স্ত্রী-সন্তান আমার সকল আপনজন ।
নিমেষেই মৃত্যুপুরী করে দিল মহামারী  করোনা
আমার যে বেঁচে থাকার অতি প্রয়োজন।।


আমি মৃত্যুকে ভয় করিনা বাঁচিবার অধিকারে
দুঃস্বপ্ন গুলো প্রতি রাতে আমায় খুঁড়ে খুঁড়ে মারে।
কত স্বপ্ন আমার তোমাকে সাজাবো নানান সাজে
পাখির কিচির-মিচির শব্দে ঘুম ভাঙবে তোমার
ঝর্ণার জলে একটু ভাসিয়ে দেবে গা প্রভাতে।।
মৃত্যুর মুখোমুখি বাঁচিবার স্বপ্ন দেখি আরো একবার ।।


অনাহারির মুখে আহারি যে এক আমি
অন্ধের হই আমি পথের দিশা।
কালবৈশাখী ঝড়ে মাঝি যখন হারায় তীর
মাঝ নদীতে আমি তার একমাত্র ভরসা ।
এক টুকরো রুটির আশায় অপলক পথ শিশুটি
কে করিবে বলো তার অষ্ট প্রহরে ক্ষুধা নিবারণ।।
মৃত্যুর মুখোমুখি আমি বাঁচিবার স্বপ্ন দেখি আরো একবার ।।


 আমার দায়িত্ব আমার কর্তব্যের আছে কিছু বাকি।
পরম পিতার নেপথ্যে আজ আমি
আমার বাঁচার মেয়াদে শমন করেছি জারি
জমরাজ আর চিত্রগুপ্তের সাথে দিয়ে আড়ি।
পৃথিবীর বুকে আবার শান্তি ফিরে দেবো
কর্মচঞ্চল হবে আবার এক নতুন পৃথিবীর
শুচিতা ফিরে পাবে পৃথিবীর অসভ্য মানুষ
ধনী গরিবের রবে না কোনো ভেদাভেদ
ধর্ম নিয়ে হবে না কোনো রাজনীতি
এক নতুন পৃথিবীর এক নতুন মানুষ  নতুন দিগন্ত ।।


রচনা কাল:: ২৩/০৪/২০২০