নাশকতা করে ঘোর অন্ধকারে
খোঁজ রাখেনি কেউ কারো
লাশকাটা ঘরে বোবা কান্নার শব্দ
ধুকে ধুকে মরে জনতার ভিড়ে।
পাড়ার ছেলেটি আজ নেশায় ভরপুর
পড়ার টেবিল ছেড়ে খোলা আকাশের নিচে
মন বসে না কোন কাজে তার, আর
দুনিয়াটা যেন হয়ে গেছে মিছে।
জোনাকি পোকার দল ওড়ে আনাচেকানাচে
ফিস ফিস করে কথা বলে পাড়ার মেয়েটি
লাল টগবগে ঘোড়ার পিঠে ছুটে চলে রাজপুত্র
ধুলো মাখা মুখে স্বপ্ন বুনি মনে রাত সাড়ে দুটি।
এক কাপ চা আর দশ টাকার ভাঁজা মুড়ি
কেটে যায় সারাটি দিন বেলা
বিছানা ছেড়ে খোলা জানালা এক পশলা বৃষ্টি
সঙ্গ শেষে পথের শেষ একলা পথ চলা।


আর কতদিন বলো আর কতদিন
শেষ হবে প্রাণ রাতের অন্ধকারে
বাবা বলে ফিরবে ঘরের ছেলে ঘরে
বলবে মা-মা স্নেহ ভরা আঁচল ধরে ।
দশ মাস দশ দিন যে মা গর্ভে ধারণ করে
জন্ম দিল এই পৃথিবীর বুকে
কি অপরাধ ছিল বল না তার ওরে বোকা
বলনা ওরে হতভাগা চোখে চোখ রেখে ।


রচনা কাল: ০৫/০২/২০২১