নক্ষত্রের মত ছুটে এসে
       রিপন রায়


ক্লান্তিহীন চোখে আজও আছে বসে
কোন এক-
বীর সন্তানের জন্মধাত্রী
এক বুক আশা তার
বুকের ভিতর হাহাকার
নক্ষত্রের মতো ছুটে এসে
কখন জুড়াবে তার প্রাণ
মুক্তিকামী বীর সন্তান।
কেউ ফিরছে কেউ ফিরছে না
কাঁধে বন্দুক গায়ে রক্তমাখা
চোখে মুখে অম্লান হাসি
বিব্রত চেহারা।।


চেয়ে, পথ চেয়ে বসে থাকা
রাস্তার ধারে একা একা
কখন পথিক এসে বলবে
তার বুকের ধনটির কথা
কখন ঘুমাবে তার মানিক
বুকে রেখে মাথা।।


দিন যায় দিন আসে
পথিক সেতো আর আসে না
কতজন আসে যায়
মন তো আর মানে না
সে ফিরবে কি ফিরবে না
সংশয় চলে দিলে
আঁচল ভিজায় দুটি
আজও আঁখি জলে।।


দুটি চোখ ঝাপসা দেখে
তবু বুকে আশা রাখে
বঙ্গমাতা-
মুক্ত গগনে উড়াবে তার সন্তান
স্বাধীনতার পতাকা ।।


রচনাকাল :: ১০/০৪/২০০৯