পিতার কাল
      রিপন রায়


কেমনে দেখাবো রাগ
নয়তো সে আমার পর
একই  মাতৃগর্ভে জন্ম
পিটেপিটি সহোদর।
ক্রোধে ঠেলিব দূরে!
কেমনে করিব পর ?
সবই বুঝি ওরে
বিবেকে বাধে আপনার।।


ভাই মোরা ভাই ভাই
অনাহারে কাটাবে দিন এক ভাই
কেমনে সইবো কষ্ট আর
কেমনে পারি সুখে দিন কাটাই।।


চারিদিকে দেখিনা আলো
নয়নে আধার ঘনায়
চারিদিকে দেখিনা যে আলো
ভাই মওে দিনায়।।


কোন ক্ষনে জন্ম নিল
কোন রাশি ভাগ্যে চড়ল
নামে শেখর ঠাকুর মুনি
বলে ভাগ্য আঁধার কালো।।


বাবা মায়ে কষ্ট করল
দুঃখের ছবি তাদের সুখ হারাল
শেষ বয়সের পরিণতি
এই কি তাঁদের কপালে ছিল।।


বাবা আমার ছিল ভালো
ধর্ম কর্মে উজ্জল আলো
বড় ভাইয়ের স্বভাবে তাঁর
অকালেতেই কাল হলো।।