সত্যিই আমি ভালোনা ! আমার দিকে
যে দৃষ্টিপাত করে সে কেন নিজেকে
নিজের যন্ত্রনার অগুনে পোড়ায়
এবং আমাকেও।


এখন আমি কী করি ?
বলো হে বিধাতা
মরি বাচি কোন উপায়ে।
বিনা দোষে কারাবাস
কিভাবে করিব বসবাস
এ জগৎ সংসারে।
বিপদ ঘনিয়ে আছে চৌদিক
আপদ মোরে রেখেছে নিরিখ
মধু কৈটভে থরে থরে।


আকাশ নীলবর্ণ ঢেকেছে আজ
কালো ঘন ধোয়াশা মেঘে
কালবৈশাখী উঠেছে ওই পূব-পশ্চিম
ঝড়ো হাওয়া বইছে বেগে।
ঘন বরিষণে ঝরছে কেতকী
বনে লেগেছে দাবানল
মনের বনে লাগলে আগুন
না নিভে চোখের জল।


দলে দশগন কুজনী পদচারণ
সঙ্গে কোটনী
ধরিছে রূপ দশানন ভুখন্ডে
দহসি তটিনী।


করুনা করে সুখাবসানে
তঞ্চক জীবন দুঃখ পূর্বাভাস
তাড়কা খেপেছে ওই
হৃদয়ে তার প্রবঞ্চনার চাষ।


        রচনাকাল : ০৫/০৫/২০১৪
       প্রকাশকাল : ০২/১২/২০১৮