রাত যতই গভীর হয়
      রিপন রায়।


রাত যতই গভীর হয়
বেদনারা জেগে ওঠে
ঘোগরো পোকার মতো।
ভেসে ওঠে সোনার ছবি
মায়াবী হরিণীর চোখে
বিম্বিসার রাতে চাঁদের মতো।


রাত যত গভীর হয়-
তোমার স্মৃতিগুলো ঝাপ্টে ধরে!
যখন তুমি চলে গেলে হৃদয় শূন্য করে-
তখন থেকেই রাত্রিগুলো আমার নিদ্রাহীন;
দুঃখের স্মৃতির পত্রপুটে
বাতাসে ভেসে আসে
চিরচেনা গায়ের গন্ধ
মেঠো পথে আলতো পায়ে
ঝুমঝুমে নূপুরের শব্দ ।


একাকী দেবদারু বন
স্পর্শকাতর সঙ্গোপনে ।
রাত যতই গভীর হয়
ষাটোর্ধ বয়স পেরিয়ে ,
শুধু পেলাম একটি দীর্ঘশ্বাস


রচনাকাল : ২৯/০১/২০২০