যদি, রোজ নিশিতে তুমি ঘুমাও,
আমি পোহায় চাঁদের আলো
প্রভাতে হেঁটে শিশিরে ভেজাও পা
আমিও যে রৌদ্রস্নাত।
শিউলি ফুলের গন্ধ সুখে যাও ভাই
আমার আঙিনা দিয়ে
তোমার বাড়ির বকুলের মালা
গেথেছি বিনি সুতায়
প্রিয়াকে দিয়েছি পরিয়ে ।
তুমি যদি ওপারেতে নামো
এ ঘাটেতে আমি করি স্নান
তুমি যারে আল্লাহ্ বলো
আমি তাঁরে বলি ভগবান ।


রচনাকাল  :: ০৪/১২/২০১৯ ইং
প্রকাশকাল : ০৪/১২/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় : মিনিট (০১:২০ দুপুর)>যশোর বেজপাড়া।