আমার মৃত্যুর খবর শুনে কেদে উঠবে তোমার শহর.!
থমকে যাবে তোমার অবহেলা থমকে যাবে তোমার প্রহর ।
অনেক স্বপ্ন দেখি আমি, আমার স্বপ্নচারি মন
স্বপ্ন মেঘমালায় ঘুরি আমি নিরন্তর।
হারিয়ে যাই বার বার,পথ খুঁজে পাই না।
কে যেন বলে ফিরে আস, ফিরে আস বাস্তবে।
হয় না ফেরা, হয়ত হবেও  কোনদিন।
আমাকে হারিয়ে ফেলার পর একদিন
তুমি আমায় মনে করবে! মনের গহীন অরণ্যে
আমার সাথে আর একবার দেখা করবার জন্যে
সে'দিন তুমি প্রার্থনা করবে, তখন আমি থাকব না।
আমি জন্ম দেখেছি আমি মৃত্যু দেখেছি,
আমি বিবাহ দেখেছি,আমি বিয়ে ভাঙ্গতে- দেখেছি,
আমি সুখ দেখেছি,আমি কষ্ট দেখেছি।
এক মূহুর্তে হাসি দেখেছি অন্য মূহুর্তে কাঁদতে।
এই নাট্যমঞ্চে আমি এক নির্বাক দর্শক তাই।
তুমি এসেছিলো খালি হাতে।
বিদায়বেলায় আমি হাত ভর্তি করে আনন্দ,
ভালো থাকা,ইচ্ছে,ঘুম সব দিয়ে দিয়েছি।


প্রমাণ না রেখেই দিনের পর দিন একটা মনকে
              খুন করে যাচ্ছি।
অদ্ভুত! সে এখনো জীবন্ত!
আকাশে অগণিত তাঁরা,
এরমধ্যে একটি নিভে গেলে কেউ খেয়াল করবে না!
তার পৃথিবীতে এখন অসংখ্য মানুষ,
একজন হারিয়ে গেলে সে বুঝতেও পারবে না।
যত ভুলে যাবে ততো মনে পড়বে,ভুলে যাওয়া এতো সহজ নয়!
তুমি রয়ে যাবে আমার উপন্যাসের শেষ লাইন হয়ে,
অপূর্ণ কবিতার কিছু পরিপূর্ণ কষ্ট হয়ে ।


রচনাকাল  :: ১৮/০৬/২০২০