১০ই ফেব্রুয়ারী, ২০১৯ সাল
দিনটি ছিল রবিবার
চরিদিকে ধুমধাম, চলছে আয়োজন
মঙ্গলদীপ জেলে মন্ত্র পাঠে ব্রাহ্মণ
সুর স্রষ্ঠা বিদ্যার দেবী মা স্বরসতীকেে
এই ধরাধামে করছেন নিমন্ত্রন।


বসুধা সেদিন সেজেছিল
নতুন সাজে।
মেতেছিল নতুনের মিলন মেলায়
সাক্ষী হয়ে রইলো রামসরা  ধাম
পৃথিবীর বুকে এ যেন এক
ক্ষনিক ভালোবাসার পবিত্র ভূমি
যেন কৃষ্ণের বাঁশির সুরে
রাধিকা আর ঘরে থাকতে
পারেনি। মধুর সাজে সেজে
রাধা ছুটে এসেছে কানাইয়ের
খোঁজে, মধুর বৃন্দাবনে।
শত অপেক্ষার অবসান হলো
আজ গোরার দর্শনে
শ্যামসম প্রিয়তম দর্শনে-
স্পর্শে,আলিঙ্গনে
শত ব্যাথা-বেদনা-দুঃখ-কষ্ট
নিমিষেই গেলো নির্বাসনে।
করুনা করে করোজোড়ে
না হইয়ো মা কাদম্বরী-
রিপনে রুষ্ট।
মিলন মেলায় মিলনের জয়
হয় যেন সর্বপরি।।


রচনাকাল : ২৫/০২/২০১৯
রচনার সময় : ১১ : ২২ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :২৩/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।