শান্ত পৃথিবীর বুকে
       রিপন রায়


আমি ঘুমিয়ে আছি
সেই শান্ত পৃথিবীর মত।
আমি ঘুমিয়ে আছি
যেখানে শুনতে হয় না
বিশাল পৃথিবীর মানুষের
             -কোলাহল।
শুনতে হয় না প্রতিনিয়ত
সন্তান হারা মায়ের কান্না।


আমি বেশ ঘুমিয়ে আছি
           জিন্সের প্যান্ট-
লাল টি-শার্টটি পরে
          সমুদ্রের পাড়ে,
পবিত্র নির্মল বাতাসের সাথে।
তোমরা সততাকে হত্যা করেছ
শেষ নিঃশ্বাস অব্দি গলা টিপে।
তোমরা আশান্ত পৃথিবীর
      মানুষরুপী শয়তান।
আমাকে ডেকোনা
            আমাকে ডেকোনা।


চারিদিক জলছে তো
      -জলছে আগুনের-
লেলিহান শিখা।
কলসির তলায় আজ
এক টুকরো দানা নেই
অসহায় পিতার করুন আর্তনাদ
আমি হতে চাইনা তোমাদের
সেই অশান্ত পৃথিবীর মানুষ।
কি করুন পরিণতি
            কি নির্মম নিষ্ঠুর
তোমদের পৃথিবীতে নেই
           কোনো মানবতা।
দিনের আলোতে হয়
-মনুষ্যত্বের বেচাকেনা।
তবুও আমি ঘুমিয়ে আছি
অশান্ত পৃথিবীর বুকে
         শান্ত পৃথিবীর মত
শান্ত এক পৃথিবীর মানুষ সেজে।
আমাকে ডেকোনা
            আমাকে ডেকোনা।
আমি মিশতে চাইনা তোমাদের ভিড়ে।


রচনাকাল ঃ ০৮/০৪/২০২০