শ্মশানপূরী
রিপন রায়


জানি তুমি ভুলে যাবে অচেনা অদূর পথে
ঘেঁষবে না প্রভাতে প্রকৃতির ছায়ায়
তখন তুমি স্বপ্নের স্বপ্ন চূড়ায় পৌছে গেছো
যান্ত্রিক সভ্যতার অদৃশ্য মোহ-মায়ায়।
হয়তোবা মনের ভুলে হতে পারে স্মৃতিচারণ
ততদিনে কচি গাছের পাতা শুকনো মর্মর ।
যদি আবার কখনো দেখা হয়ে যায়
একবার হলেও মনে করে দিও
তোমার প্রেমে আমাকে হারিয়ে দেওয়ার গল্পটা।



আকাশ ঘন মেঘে ঘনঘটা চারিদিক
মাঝি একলা বৈঠা হাতে তরী বায়
কান্নার রোল ভেসে আসে ঐ শ্মশানপূরী
মলিন ফ্যাকাশে বিবর্ণ আজ কৃষ্ণচূড়ায়।
শিকারি শকুনের রক্তচক্ষু  শক্ত ছোবলে
কষ্ট জমানো পিঞ্জরখানা ক্ষতবিক্ষত .....


রচনার তারিখ: ০৭।০৪।২০২১