স্মৃতির জানালা
রিপন রায়


কত স্মৃতরি পাতা খুলে বসে আছো
ওগো রাত্রি জাগরণী
সখা বুঝি আর আসে নাই।
বকুলের মালা হাতে নিয়ে
কাজল দিঘির পাড়ে ফুলোবনে
সখা বুঝি আর আসে নাই ।


চড়কের মেলায় হাত ধরে সখা
পরিয়ে ছিলে রেশমি চুড়ি
লাল ফিতায় বেধে দিলে চুল
অন্তর করে নিলে সেই চুরি ।
প্রাণ সখা ভুলিনি আমি ভুলিনি আজও
অতীত দিনের সকল স্মৃতি
কৃষ্ণচূড়া গেথেছিলেম মালা।


কত সুরে গেয়ে গেছে গান
বাঁশরি সুরে আজ নেই কোনো প্রাণ
বাতাসে হায় নেই তো আর সুগন্ধ
তোমার প্রেমে হয়ে গেছি অন্ধ।
ঝাউয়ের বনে ঝাউয়ের শাখায়
সখা বুঝি আর আসে নাই ।


রচনাকাল ঃ ০১/০১/২০২১