ভাবছে তা-না-না-না
          রিপন রায়


তৃণের মাঝে দাঁড়িয়ে-
ছোট্ট ছাগল ছানা
খাচ্ছে সে তৃণের ডগা
ভাবছে তা-না-না-না।


                         বুক অব্দি জলের মধ্যে
                         বন্ধুরা তো অনেক দূর
                         শীতের মধ্যে কাঁপছে সে যে
                         বুকটা করছে দুর দুর।
                         খাচ্ছে সেতো ভাবছে আবার
                         নোনা জলের জোঁকের ভয়
                         মিষ্টি জলের মধ্যে আমি
                         কাহারো কি ডরাই !


তুমি ছাগল ছানা,
খাচ্ছ কলমি লতা
হচ্ছ যে মোটা তরতাজা ।
শেওলা ফুলের গন্ধ পেয়ে
গাইছো সুখের গান ।
স্বপ্ন দেখো ভবিষ্যতের
উড়াও প্রেমের নিশান।


                        আমি কবি রিপন রায়
                        ভাবছি বসে অন্য কথা
                        তোমাকে নিয়ে আমার সমাজ
                        করছে যে মাথাব্যথা ।
                        বয়স তোমার পাঁচ বছর
                        তিনশো চৌষট্টি দিন।
                        আসছে পুজোয় দেখা হবে
                        ভাবছি বসে ভাবছি আমি
                        কুরবানীতে তোমার দুর্দিন ।


রচনাকাল:: ০১/১২/২০১৯