ভুল দেশে জন্ম নিয়েছি জনাব !
             -রিপন রায়


আমার অগোছালো চুল, জৌলুশহীন চেহারা,
অতিপুরনো জীর্ণ পোষাক গ্লাস ফাটা চশমাটি
আধুনিক এ রাষ্ট্রের সাথে যে বড়ই বেমানান।


স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজি রেখেছি
মুক্তি সেনাদের জন্য চিকিৎসা ক্যাম্প গড়েছি
টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরেছি সমগ্র দেশ
বাংলা মায়ের দামাল ছেলের মুছে দিতে ক্লেশ
সেগুলো এখন কেবলই ইতিহাস।
নব প্রজন্মের কাছে আমার পরিচয় মরা গাঙের পানি।


বুড়ো বয়সে হার না মানা শরীর নিয়ে আমি আজও
আমি আজও ছুটে চলি অসহায় আর্ত মানবতার সেবায়
আশি বছরেও আমি ষোল বছরের তরতাজা যুবক
মেঘের আড়ালে দেখি নব সূর্যোদয়ের হাতছানি ।


বৈষম্যহীন যে রাষ্ট্রের জন্য ৭১ এ দিয়েছি জয় এনে
এক যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা করেছি  অর্জন
লাল সবুজের পতাকায় শোভিত করেছি বাংলার জমিন
সে রাষ্ট্র এখন কেবলই চাটুকার তৈলবাজ আর
সর্বগ্রাসী  দলকানাদের দখলে।
দারিদ্র্যের অসহায়ত্ব ওদের কাছে আনন্দের বিষয়
ওরা ভুলে গেছে মানবতার ধর্ম নষ্ট রাজনীতির গন্ধে।
ওরা ভুলে গেছে জননীর ভালবাসা, ভালবাসতে হয় কিভাবে ।
নতুন কুঁড়ির যত্ন নিতে জানে না ওরা বড় নির্দয় ।