আজি এ অট্টালিকা পরে
###############


এহেন জীবন কেবা চায়
বলো হে মোরে,
মরে মরে বেঁচে আছে
যে ইমারত-অট্টালিকা পরে।
জীবে আর প্রেমে বিচ্ছিন্ন
করে রেখেছো তুমি যারে,
কি সে যাতনা যন্ত্রনা
তুমি কভু বুঝিবে না তারে।


ভালোবেসে সখা তিলে তিলে
মরেছে তব প্রেমের মরীচিকায়।
দুর থেকে দূরে সরে গেছে থেমে
তব প্রেম সে না পায়।
সখি হৃদয় বুঝিবে কি তুমি?
যে ব্যাথ্যার কাঁটা যতনে
বিঁধেছে মরমে,
এমন অদল বদল হলো
সখি কেমনে?


লোকে বলে,বলে রে,
পিরিতে মজিলে মন
কিবা হাঁড়ি কিবা ডম।
খুব জানতে ইচ্ছে করে,
খাদ,নিখাদ কিবা ছিল কম?


প্রদীপ শিখায়,শিয়রে তব মুখ
নিঃশব্দে নিরালায় ভেসে যায়।
এহেন বাঁচা মরা জীবন
কেবা চায়?
সখি!কভু বুঝিবে কি তারে?
কেমন করে বেঁচে আছে সে
আজি ইমারত-অট্টালিকা পরে।