আবির মাখা প্রেম
//////////////////////
খোলা আকাশের নিচে
ঘন সবুজ ঘাসের উপর
লক্ষ্যহীনের মতো
উদ্দেশ্য হীনের মতো হেঁটে চলেছে তৃষা।


এই পথ কত চেনা ছিল একদিন
কত আবেগময় স্মৃতি জড়িয়ে আছে এই পথের সাথে।
কত স্বপ্নের জাল বুনেছে
এই পথে চলতে চলতে।
বুকের স্পন্দন বেড়ে যেত
তখন এই পথে ।
আজ দম বন্ধ হয়ে আসে।
মস্তিষ্কের রক্ত ক্ষরণ বাড়তে থাকে।


রবীন্দ্র সরোবরের ধারে
পুরনো বট গাছের তলায় এসে দাঁড়ালো
যে জলের প্রতিবিম্বে মন খুশিতে ভরে যেত।
যে জল দেখে আবেগে প্রেমে মেতে উঠতো মন।
আজ সেই সরোবরের জলের উপর বুক ভরা রাগ।
নিষ্পলকে কয়েক মিনিট তাকিয়ে রইল জলের দিকে।


কাঁধের সিলিং ব্যাগটায় হাত দিয়ে
অঝোরে কেঁদে ফেলে তৃষা।
কানে কতগুলো শব্দ ভেসে আসে
আবীর তুমি বলতে-
তোমার ওই কেচরার ব্যাগে কি আছে
আমি সব সময় রেগে যেতাম
আর তুমি আমার রাগ ভাঙানোর জন্য
কেডব্যারি সিল্ক,কিটক্যাট,ফাইভ স্টার -
কখনো বা আইসক্রিম দিতে।
সবার রেপ্যার আর স্টিক গুলো
এই কেচরার ব্যাগের মধ্যে রেখেছি।


জানো আবির
কিছু কথা,কিছু স্মৃতি
চিরন্তন
তুমি নেই তবুও আছে নিরন্তর।


।।।।।।।।।।।।।
কেচরার ব্যাগ-ডাস্টবিন