"সবই মায়া "  
  ===========================
                                                          
জীবন যে কখনো বর্ধমান,
ক্রম বর্ধমান, কখনও বা ক্রমান্বয়ে বর্ধমান।
তারই গতি তে, কেউ বিদ্যমান,
মুহ্যমান, কেউ বা বেমানান ।
কালচক্রের রথচক্রে কেউ বা সমান্তরাল।
কারো রথ চক্র করে মেদিনিগ্রাস জীবন যুদ্ধে নাজেহাল ।  কেউবা ত্রান শিবিরে,
ত্রাণের আশায়,ত্রান নিয়ে ,ত্রান পেয়ে,
ত্রান দিয়ে,পেলো পরিত্রাণ।
আবার কেউ জীবন যুদ্ধে পরাজিত সৈনিক সমস্যা জর্জরিত নেই কোনো পরিত্রাণ ।    
আধ আলো ছায়া ,মেঘ বাদলের মেলা,
জানা অজানার, বৈতরনীর বৈঠা ঠেলা,
এ যেন বৈকুণ্ঠের দলিল,ঐদ্রাজালিক মায়া ,
আমরা বোকারা বলি জীবন যুদ্ধের খেলা।
লৌহ কঠিন ,দৃঢ়মানসিক,
মানবযোদ্ধা নত মস্তকে মানে হার ।
চেতনাশীল, প্রগতিশীল, অগতির গতি,
অন্তিম পারাপার ,পায়না পার।
ঊষার আলো, অন্ধকার,
সাঁঝবাতির তারা সবই একাকার ।
এ যে এক লতাপাতা হীন কামিনিকাঞ্চন উর্বশী, উদীচী,প্রতিচির,মেলা ।।
লোকে বলে জীবনযুদ্ধ ,
গতি,অগতির বর্ধমান,ক্রমবর্ধমান খেলা