আলো আঁধারী খেলা
//////////////////////////


দিনের বেলায় চাঁদ দেখা যায়
সে কথা অন্তর থেকে ক জন জানে
শব্দও শ্লীল অশ্লীল হয়
সে কথা ক জন মানে।
চ এই অক্ষরটা দ্ব্যর্থ ভাষায় কত কথা বলে যায়
যেমন বলে  যায় থ।


শ্বেত পাথরের থালায় ক জন খেতে পায়
ক জন স্থান পায় শ্বেত পাথরের মহলে।
প্রেম বলে যা চালাও তার কতটা পরিসর!
এই গোলক ধাঁধায় নিজেকে জানার পাওনি অবসর?
জলে, জঙ্গলে, গুহায় কাটিয়ে কেহ নাম পায়,
দিনে রাতে নাম জপে
তিলক কেটে তার দেখা না পায়।


কেহ বা দূরবীন দিয়ে দিনে রাতে
খুঁজে মরে
তারা ভরা আকাশে কালো শুধু চোখে পড়ে।
মঙ্গলে অমঙ্গলে সে থাকে সর্ব মঙ্গলে।
তাই তাই যদি হয়
তবে জীবন কেন পড়ে আছে পঙ্ক কুন্ডলে?
অন্ধকারের প্রভাব যুগে যুগে রবে!
আলোর পথে ঊষা কবে হবে?