অসহায় ভাগিদার
:::::::::::::::::::::::::::::::::::


এক আধ পোঁড়া রুটি,
মুখোমুখি রণাঙ্গনে দুই ভাগিদার,
ক্ষুধার্ত অস্থিচর্ম সার বালক
বুভুক্ষু গলির সারমেয়।
শক্তি আর বুদ্ধির খেলায় দুই অভুক্ত


ঘন আবর্জনার গলতি রক্ত রসের ধারা
বয়ে যাচ্ছে রুটির গা ঘেঁসে।
দুই ধারে য়ুযুধান দুই হাভেতে।
এ যেন সময়ের আয়নায়
সাম্যের বেআব্রু প্রতীক।


গতিশীল সমাজের প্রগতিশীল যুক্তিবাদী,
সমাজপতিরা শিতঘুমে আচ্ছন্ন।
বিবেকের আয়নায়
বেআব্রু পোষাকী চশমা নিয়েছে তুলে।
সময় সময় ভাষণ উদ্গীরণ
অভিনয়ে শোকাচ্ছন্ন,
বাকি সব কিছু গেছে ভুলে।


কর্কশ স্বরে দু কদম আগে
পোঁড়া রুটি অধিকারের আশায়,
লাফিয়ে ঝাঁপিয়ে দুজনে।
শহুরে বাবুর দামি গাড়ির চাকায়,
গলিত আবর্জনার রসে
ঘষে ঘষে মিশে গেল
আধপোঁড়া রুটি।
দুই য়ুযুধানের চোখের সামনে।