বাজও তোমার বেণু
//////////////////////////


পথিক বাজাও তোমার বেণু
মাতাল হোক সুরের মূর্ছনায়
আকাশ বাতাস,মাটি জল,
মাতাল হোক খগ,বিহগ,
উতল হোক সজনীর প্রাণ -মন
আবেগে ভেসে যাক প্রিয়া মোর।


পথিক বাজও তোমার বেণু,
মিশে যাক-
পাঞ্চজন্যের তরঙ্গের মত সবার কানে,
প্রান্তর থেকে প্রান্তরে।
গ্রাম থেকে শহরে
গলি থেকে রাজপথ।
ফিরে যাক সবই -
যেই যুদ্ধের সূচনা লগ্নে।
ফিরে যাক সবই সেই জ্ঞান গ্রহিতার আসনে।


পথিক বাজাও বাজাও আর এক বার
তোমার ওই  মন মোহিনী বেণু
মিশে যাক সৃষ্টির মহা আনন্দে।
আসবে সেই তান,উঠবে সেই লহরী,
তুমি যে আলোর সারথি,মুক্তির প্রহরী।


পথিক আমি হারিয়ে যাচ্ছি ,
আমি দূরে সরে যাচ্ছি দূরে আরো দূরে
পথিক আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি
তুমি একবার বাজও -
শেষ বারের মতো বাজাও
পথিক তোমার বেণু ,
শেষ বারের মতো আসুক আমার কানে।