বেদুইন মন
।।।।।।।।।।।।।


বেদুইন মন আজ জ্যোতিষ্ক লোকে,
নিঃশব্দে শিশির ভেজা ছায়াপথে
কাকে খোঁজে নিদ্রাহীন চোখে।
বোধনের ধ্বনি শোনায়
ফেলে আসা অতীতের গানে
যে সুর ফোঁটাত মুখে হাসি
যার অনুরণন হতো প্রাণে।


বেসুরো সব ভুলেছে বেদুইন মন
ধুধু বালু রাশি মেনে নিয়েছে জীবন।
অভ্র জ্যোতির আলোয়
ঘুচলোনা আবেগের কালো।
নিশুতি রাতের তারা
মিশেছে অযাচিত অনাবিল অশ্রুধারায়।


বেদুইন মন
অশ্বের ক্ষুরে বেঁধেছে নয়ন।
বন্ধন হীন বলাকা জীবন