বিষবৃক্ষের বাতাস
////////////////////


বাতাসটা  বড্ড ঝাঁঝালো
শ্বাস নেওয়া দুষ্কর
দম বন্ধ হয়ে আসে
বাতাসে মিশে গেছে বিষাক্ত বিষ
তারই সিক্ত সিঞ্চনে সবাই আজ সম্পৃক্ত।
অলিগলি ডানে বামে
বারী ধারা নদীর প্লাবনে
বিষাক্ত বিষের ধারায় করছো অবগাহন মনেপ্রানে।
উর্বর জমির বুকে
যে বীজ পুঁতেছো সুখে
ফুলে ফলে পল্লবে আজি সে মাথা তুলে
তোমার সম্মুখে মহীরুহ রূপে।
পরিত্রানের আশায়  বাস করছো দুরাচারির বাসায়
সঙ্গ তোমায় কে দেবে?
জীবনপাত করো কার ভরসায়?
যে বিষের পুষ্করিণীতে ডুব দিয়ে দিবানিশি
করছো সন্তরণ।
প্রাতে ও রাতে সেই গরল পেয়ালায়
চুমুক দিতে হবে তোমায় আমরণ।
সূর্যদযের লাল আভায় সূর্যাস্তের কমলা শিখায়
আর শ্বেত পদ্মের কান্ড পাতায়
কে করেছে বিষ বৃক্ষের বীজ বপন?
এর শিকড়ের জাল মাটির
গভীর থেকে গভীরে
ধীরে ধীরে ছেয়ে গেছে বন্ধ্যা মায়ের উদরে।
সকালের যে বাতাসে নিয়েছিল তৃপ্তির শ্বাস
গোধূলিতে সেই বাতাসে এখন তোমার হোচ্ছে নাভিশ্বাস।
আগামীর আলোয় যে আসছে
তোমার কীর্তির পতাকা তুলে
লোকে জানবে, চিনবে বলবে, বিষবৃক্ষের নবরূপ বলে।