নীল নীলিমা                           =======================
জীবন তরীর পাল তুলে দে প্রভাত ফেরির গানে ।
আসবি ফিরে আবার উজান ভাটির টানে ।
কালো মেঘের গুরু গুরু গর্জন,তারই মাঝে টুপুর টাপুর
রিমঝিম বাদল বর্ষা,
হিমেল হওয়ায় প্রভাটির গানে হয়েছে নতুন উষা||,
অল্প মধুর মনের বেদনা, অম্ল মধুর যাতনা যন্ত্রনা ।
মিলে মিশে এক, রাশিরশি,ভুলতে চাইলেও ভোলা যায় না যতই  ব্যস্ত থাকি না ।


ডুব দিস নারে ও যে গভীর ,আসমুদ্র হিমাচল।
পথ হারিয়েছে কত জ্ঞানী ,গেছে বিপথে
আজও পায় নি তাল, তল, অতল ।।
সময়ের স্রোতে এ যে এক পাশা খেলা ।।
মুক, মুখস, মূকাভিনয়  
আদি অনাদির মেলবন্ধনের মেলা ।।
অতীত গিয়েছে অতীতে মিলায়ে ,
সম্মুক্ষে মহা ভবিষ্যৎ।.  
ভাঙা গড়ার খেলায় নবীন,প্রবীণ,
আরো আছে নিত্য নতুন কারিগর, ।।  
স্বপ্ন রাঙা,মন রাঙা, ধূসর স্মৃতি হবে নীল নীলিমা ।
এই গোলক ধাঁধায় লুকিয়ে আছে
সবার অপার আপন আপন  মহিমা ।।