বধ্য ভূমি
////////////
চোখের তারা দুটো স্থির
নয়ন জ্যোতিও স্থির
বধ্য ভূমির উঁচু উপত্যকায়।
দূর দুরান্তের উঁচু নিচু ভূমিতে সন্ধানী চোখ আটকে যায়।
মনের প্রাচীরে ধাক্কা দিয়ে যায়
চেনা অচেনা কন্ঠ স্বরের আকুতি আর্তনাদ।
শিরা উপশিরায় যন্ত্রনা বাড়ে
মুখ গুলো উঁকি দিয়ে যায়
বধ্য ভূমির বাতাসে।
অশরীরী কাঁটার খোঁচা লাগে
সাধের চামড়ায়।


ফিসফিসিয়ে কানে আসে কিছু কথা,
সময়ের নয় অপচয়
যদি জানতে চাও বধ্যভূমির ব্যথা।
আর এক বার ভূমি হোক খনন।
বেরিয়ে আসবে দূরাচারী রানীর
দরদী মুখোশের জ্বলন্ত উদাহরন।