জলে ভরা নয়ন
###########


ও তোর নয়নো সরসি কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা হৃদয়ে নীরবে
অন্তহীন পথে প্রান্তরে
ক্লান্তিহীন শরীরে,
যান্ত্রিক দুঃসহ পারাপারে,
শূন্য হিয়ায় রিক্ত হস্তে দুর্বিসহ দুর্যোগে
নির্ভিক সৈনিক যোগ-বিয়োগে।
সময় কেটেছে তোমার বুকে মাথা রেখে।।


অরুনপ্রাতের বলগা মিছিল
প্রভাতফেরির গানে
সাঁজ সকালে শালিক চড়ুইয়ের আনাগোনা অঙ্গনে।
কলরব কিচিরমিচির,
স্নিগ্ধ শিশিরে ভেজা চেনা সেই উঠোনে
পায়ে পায়ে আনাগোনা দিনভর,
উদাসী আকাশের নিচে ,
একাকী নিসঙ্গ কোলাহলে,
ভৈরবী জীবন বানভাসি জলে
ও তোর নয়নো সরসি কেন ভরেছে জলে