চিতা তোদের জ্বালাবই-৩
//////////////////////////////


তুমি ভাবো কি করবে তুমি
এই প্রজন্মকে কোথায় বসাবে
নরকে  সড়কে না স্বর্গে?
সেই বা কি পাবে এসে?
যে আছে মাতৃ গর্ভে!
জ্বরায় জ্বরায় স্রোতের ধারায়
ব্যাধি আজ ঊর্ধমুখি
এখনোও যদি না বোঝো
তবে কি চিতায় উঠে হবে সুখী?


লম্বকর্ণ হয়ে -
যেসব সমাজপতির কাটে দিন রাত
তারা কি আর বোঝে মানুষের ভাষা
না তারা কখনো দেয় মানুষের সাথ।
দুলে দুলে দুলকি চালে
জাতের পালকির দায়িত্ব কাঁধে নিও না তুলে!
বিবেক জাগাও ,চক্ষু খোলো
জাতের কারবারিদের তপ্ত চিতায় দাও ফেলে।


তোমার স্বজন আমার সুজন যারা আজ চিতায় জ্বলে
অগ্নি কাষ্ঠের বাণ বানিয়ে হাতে তুমি নাও তুলে
বলো, চিতার আগুন নেভার আগে
তোদের চিতা জ্বালাবো আমি
মুক্তি পাবে মানব জাতি মুক্ত হবে ধরা ভূমি।
জাতের নেশায় জাতের ভাষায়
জাতের আফিম বেচ্ছিস যারা
মনে রাখিস তোরা
সময় একদিন আসবে আবার
সেদিন চিতায় তোদের তুলবো মোরা