চিতা তোদের জ্বালাবই-৪
///////////////////////////////
আধ পোড়া ওই চিতার আগুন জ্বলছে আমার সম্মুখে
কঁকিয়ে কঁকিয়ে চিতার ধোঁয়া উঠেছে কেঁদে করুন মুখে
ধিকি ধিকি ধোঁয়ার সাথে স্বজনের মুখ ভেসে যায়
জাতের পাশার পূজারীরা মহাসুখে আজও কাটায়।
অলি গলি শহর গ্রামে রক্তপাতের বইছে স্রোত
মনের মাঝে জমছে আমার প্রতিশোধের অসীম ক্রোধ।


জাতের খেলায় মাতছে যারা
তারা কি কখনও পড়েছে?
গীতা কোরআন বাইবেলে
জাতের নামে কোথায় কি লেখা আছে?
হুজুগ তুলে বিভেদ করে ফেলছে যারা মহামারী
কখনও যদি বলতো তারা
এসো ধর্মগ্রন্থ গুলো
মন দিয়ে একবার পড়ি।
আধা আধুরা জ্ঞান নিয়ে
অর্ধ শিক্ষিত মজুরের  ভিড়ে
জাতের চোঙায় ফুঁ দিয়ে
জাতের ব্যামো ফেলছে সমাজ জুড়ে।


চোখের জল শুকিয়ে গেছে
রক্ত আরো গরম এখন
বারুদ গোলায় বসে আছি
এবার ইতিহাস হবে পুনর্লিখন।
জাতের আফিম দিছিস যারা
শেষ বার শোনরে তোরা।
আর নয় সেক্যুলার ত্বত্ত
এবার ধরবো আর চিতায় তুলবো তোদের মোরা।