চোরাস্রোত
######
আমি বৈষ্যমের এক চোরা স্রোত,
আমি অধৈর্য্য জনপদের জনরোষ।
বইছে গরল কে খুঁজবে কোথায় ভুল,
ব্যাধির সংক্রমণে ভুগছে পিতৃ-মাতৃ কূল।


আমি পদাতিক,জনমানষ
পথ আজ বিপথে,
আমি এক অসহিষ্ণু প্রবাহ
পথে মাঠে হাটে।
আমি উল্লাসে বজ্রমুষ্টি নিক্ষেপ
করি ঊর্দ্ধাকাশে।
গরল উগ্রে কুলষিত চারপাশ,
আমি রাজি,গরিমা,মহিমা মিশাতে,
মাটিতে আজ।
তারি লাগি রচি চক্রবুহ্য রনংদেহী সাজ।


আমি পদাতিক,বিলায়ে দিব
মোর জাগতিক সুখ,
আমি বিপথে,আমি চোরাবালি
হোক কুলষিত মম মুখ।
আমি নাজেহাল,আমি বেহালা,
আমি ধরাশায়ী,
আমি উন্মাদ বকি প্রলাপ,
আমি বর্বর চেতনাশ্রয়ী।
আমি কালো,আমি কুজ্ঝটিকার সেবক,
আমি পতিত, আমি অতীত, হবনা তবু
আলোর ধারক।

আমি পিষে যাবো,মিশে যাবো,
ফেলে যাবো অস্থিরতার বান।
আমি হবো বিলীন,আমি আজীবন
মলিন আমি পোরোয়া করিনা
আত্মার মান।
আমি বেপরোয়া,আমি বর্বর নেই
কোনো ঠিকানা,
আমি ভাবহীন আমি নির্বোধ
,লক্ষ কি জানিনা।
আমি ত্রাস ,আমি অবিশ্বাস,
আমি বিশ্বাসে হানি আঘাত।
আমি বিজিত,আমি হাহাকার,
খুজিনাতো খাদ-নিখাদ।


আমি অগ্রে অশান্তি,পশ্চাতে
ভেদাভেদ বিভীষিকা।
আমি তব তন্ত্রে মিশে থাকা মরীচিকা
আমি ঘাতক,আমি সর্বনাশী,
আমি গলি গলিতে ঘুনধরা বিকেক।
আমি শনি, আমি রাহু,
রাশি চক্রের লোভ,হিংসায় আছি যুগে যুগে।