দেশলাই কাঠি
##########
নিবুনিবু প্রদীপ অসহায়
অস্থির সময়ে,
দরজা জানালা দিয়ে বইছে লু,
বিষাক্ত গরল মিশে আছে বাতাসে-
পার্থক্য বোঝার উপায় নেই?
পার্থক্য করার সাহস নেই?
সুবিনয়,সুচারু ভাবে চলছে অভিনয়।
বিশ্বাস আজ জীবাশ্ম,
কথা কয় ভাষ্মীভূত ছাই এ।
চাওয়া পাওয়ার নিহারিকায়,
বিবেক আজ ছায়াপথ।


সন্ধ্যার অবকাশে নেই
প্রবীনের মজলিশ,
নবীনরাও ভীড় করেনা
রূপকথার গল্প শোনার জন্য।
নেই আজ ঠাম্মির
নিকানো উঠান,
নেই আজ ঠাম্মি,
নেই আজ পৌত্র।
মানুষ,মুখশে,মিশে গেছে,
আছে গল্প হয়ে যাওয়া
এক তেলহীন লণ্ঠন।
আধপোড়া সলতে টাতে
জ্বালানি এখনো লেগে আছে।


সময়ের স্রোতে শুধু সময় নষ্ট,
নেই কোনো লেনদেন।
অপেক্ষা শুধু এক তপ্ত
দেশলাই কাঠির।
অপেক্ষা আরো একবার-
বয়ে যাওয়া লু'য়ের স্রোতে
অগ্নি স্ফুলিঙ্গের!!