দেশপ্রেম ও কুয়াশা ঘেরা সকাল -2
//////////////////////////////////////
ওই তিন খুদে অবাক করে বলে আরো
স্বামীজী বলেছেন
গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো
এখন থেকে নিজেদেরকে গড়ছি
দেশমাতার ঘুচাবো কালো।
তিনক্ষুদের আত্মবিশ্বাস প্রতিজ্ঞা দেখে
আমিতো হতবাক
মনে মনে স্যালুট জানালাম হাজার লক্ষ কোটি বার।


জানতে চাইলাম তোমাদের খালি পা কেন?
জুতো নেই ,জুতো কোথায় গেল?
আর কি আছে তোমাদের ওই পিঠের কালো ব্যাগে ,
দুই খুদে বিনয়ের সাথে বলে
দৌড় শুরু করার সময় আমাদের একজনের
জুতো ছিঁড়ে গেছে অকালে,
তাই আমরা বাকি দুই জন একতা'র খাতিরে
আমাদের জুতো জোড়া দুই দিয়েছি ছুঁড়ে ফেলে ।
ব্যাগে আছে জলের বোতল আর গামছা
একটু ভিজিয়ে নেব গলা মোদের
আর মুছে নেব গলদ ঘর্ম ঘাম।
মনে মনে উৎফুল্ল ,আহ্লাদে অবাক হচ্ছি বারবার
ভাবলাম দেশপ্রেমের আর এই একতা
আজকাল খুঁজে পাইনে আর ।


খুব বাহবা দিয়ে আমি ফিরলাম লজ্জা নত মুখে।
মনে মনে নিজেকে ছিঃ ছিঃ করলাম
বললাম স্বার্থপরের মতো কিভাবে কাটাচ্ছি সুখে।
সত্যি ওরা আগামীর দেশপ্রেমী
এদেরই তো দরকার
আমার মতো ভেতো বাঙালির
জগৎ ভীষণ ছোটো
শুধু খাওয়া ঘুম আর কি কিছু আছে ভাববার।
বারংবার করলাম ছিঃ ছিঃ মনে মনে
বললাম প্রভু সুমতি দাও তুমি আমাকে এবার।


।।।।।।।।।।।।।।।।।।।।।।।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
লেখাটা পড়ার পরে দেশাত্ম বোধক লেখা মনে হতে পারে আপনাদের।
প্রিয় পাঠক গণ-
কিন্তু এমনটা নয়।
পরের অংশ টা পড়ার জন্য অনুরোধ রইলো প্রিয় পাঠকদের ।