ধোয়া তুলসী পাতা
/////////////////////////


দিনের আলোয় সবাই এখন দেখছে রাতের তারা।
রাতের বেলায় সূর্য্য খুঁজে
লাল করছে অক্ষী যুগল তারা।
আকাশে বাতাসে শুধুই পোড়া গন্ধ
নাক উঁচিয়ে শুকছে সবাই
বলছে, লাগছে না তো মন্দ।


মানুষ পোড়া চামড়া পোড়া
লাগছে দারুন বারুদ পোড়ার গন্ধ।
ছেলে বুড়ো,জোয়ান সবাই
গন্ধের নেশায় করছে চোখ বন্ধ।


বোধ হত্যা,বিবেক হত্যা চলছে অবলীলায়
ছলে বলে কৌশলে মাতছে রক্ত খেলায়।
পথের ধুলায় টাকার খেলায় মরছে মানবতা।
মারণ খেলায় গন্ধের লীলায় মাতছে যারা
সবাই তারা ধোয়া তুলসী পাতা!!