দিশাহীন বলগা
##########


মনরে তুই ফেলে এসেছিস কারে,
চন্দ্রিমা, চন্দ্রমায়,
বালুকা তটে,স্রোতসিনী স্রোতের মুখে,সোনামুখী নদীর চরে ।


সেই যে পথের এক নিমেষদেখা,
ডেকে ডেকে মনে কেটে গেছে রেখা।
বিবস নয়নে, বিমোর্ষ মনে , নিয়ে শূন্য হিয়া !
মনে কি পড়ে প্রিয়া ?
চোখ তুলে দেখো সমুখ পানে !
অযাচিত আমি ,আগুন্তুক,
বারী বাদল আঁখি শয়নে স্বপনে ।।
অগোচরে, আজও ভাসে স্মৃতির তরী,
চলিতে  চলিতে বাজে কাঁকন, পরনে নীলাম্বরী।
মনরে তুই ফেলে এসেছিস কারে,নিঝুম নিকষ,নিকুম্ভিলা যজ্ঞাগারে।


হাতে হাত ,পায়ে পা মিলিয়ে ,
হয়েছি পার তাল ,সুপারি,আম্রকানন,
কেটেছে কত বেলা মুন্ডা পাহাড়ে,
নীল, রস,  সাগর সৈকতে,
যৌবনের হাস্নুহানা,খোঁপায় রাখা জুঁই ,বেল মালা,
নীল আসমান,পূর্ণিমা চাঁদ,মনে পড়ে ,
মন তুই ফেলে এসেছিস কারে?
নিঝুম, নিকষ অন্ধকারে ।।


এরিকা পাম, পাইন দাঁড়ায়ে সারি সারি,রাধাচূড়া ,
কৃষ্ণচূড়া মন রাঙিয়ে দিত রামধনু রঙে আহা: মরিমরি ।
তারি মাঝে ছোট ছোট দুঃখ ব্যাথ্যা,
আরো কত নীতিকথা ,মনে।
কেটেছে অলস সময় ,গন্ধরাজ,গুলঞ্চ
ফরকেরিয়া বনে ।।
আলতা পায়ের আলতো ছোঁয়ায়,
রাঙামাটির ধুলো হাওয়া ,
ঘনঘটা গগনে ,আষাঢ় শ্রাবণে,
বরোষণ ঝরে নয়নে নয়নে,
আসে আর যায় প্রহরে প্রহরে
মনরে তুই ফেলে এসেছিস কারে?
কালবেশাখীর ঘনঘটা অন্ধকারে ।।


চলতে গিয়ে পথেকাঁটা বিঁধলো বুকে যেন ,
মনরে ফেলে গেলি কেন?
মনরাঙিয়ে নয়ন তারা।
দোয়েল ,কোয়েল, হলুদ শালিক, হাঁড়িচাঁছা,আর মাছরাঙা রাগে অনুরাগে
আরো কত খগ, বিহঙ্গে,বনবিতান আছে ভরে।।
সবুজ শ্যমলিমা,চিরহরিৎ আজ শুধু পর্ণমচি নির্বিচারে ,
মনরে তুই ফেলে এসেছিস কারে?
গহন অরণ্যের অন্ধকারে ।।।