এ এক অন্য ঊষা
/////////////////////
রুজির টানে
কাক ভোরে শীতের সকালে
দ্রুত পায়ে যাচ্ছিলাম এগিয়ে
নজরে এলো এক বালক
তিন রঙা পতাকা আছে হাতে তুলে।
মুখে তৃপ্তির হাসি
বলে ভারতমাতা তোমার সন্তান আমি
মনে প্রানে তোমায় ভালোবাসি।
প্রজাতন্ত্রের সকালে উদাত্ত্ব কণ্ঠে বলে
বন্দেমাতরম।।


মাথার উপরে ছাদ নাই
স্বপ্ন বুনে রাতের চাঁদ দেখে।
শীত কাটে ফুটপাতে ছেঁড়া কম্বল ঢেকে।
তবুও দেশপ্রেম জেগে আছে মনে
তিনরঙ্গা পতাকা এখনও আছে তুলে।
মলিন বসনে আবৃত তনুদেহ
মুখে অমলিন হাসি
রুক্ষ শুষ্ক কেশ রাশি
পেটে নেই এক কনা অন্ন রাশি
তবু হাতে ধরে তিরঙা পতাকা
দেহ মনের সব উর্যা দিয়ে বলে
জয় ভারতমাতা।


আমি দাঁড়িয়ে দেখি
বলে বাবু-
প্রজাতন্ত্র শব্দটা বুঝিনা
কিন্তু তিন রঙ্গা পাতাকাটার মার্য্যাদা বুঝি।
কথাটা শুনে বুকে ধড়াৎ করে লাগলো
দু ফোঁটা জল এলো দুচোখে।
আরও বলে বাবু
থাকার ছাদ নেই,পেট ভরার অন্ন নাই
তবুও দেশপ্রেম যায়নি মুছে
আজও জেগে আছে এই রুগ্ণ শরীরের বুকে।
পাশে দাঁড়িয়ে পতাকা ছুঁয়ে
আমিও বললাম জয় ভারত মাতার জয়।


মাথা নিচু করে
কয়েক সেকেন্ড পরে
ফিরে এলাম বিষণ্ন মুখে আপন ঘরে।
মনে বয়ে গেলো হাজারো প্রশ্নের ঝড়।
ভাবলাম কবে হবে এই দেশে
সবার একটা ছাদ,একটা ঘর।
একটু অন্ন আর একটু পানীয় জল।