এক ফোঁটা অশ্রু
////////////////////
পড়লি প্রেমে উঠলি কেঁদে
বুঝলি নারে মন।
স্বপ্ন সুধায় আবেগ ধারায়
ভাসিয়ে দিয়ে জীবন।
যন্ত্র জীবন যান্ত্রিক মনের মানব
বুঝলি এখন হায়।
অনুতাপের মর্ম বেথ্যায়
জীবন ভেসে যায়।
শত শত স্বপ্ন হত, হত প্রেমের পাগল ভূমি
মরণ জ্বালায় বাড়ছে বিকার
জ্বলছে অন্তর্ভুমি।
মন দিয়ে মরেছে সখী
ভিন দেশির প্রেমে
মনের জ্বালায় গুমরে গুমরে
মরে শুধু কেঁদে।


দিব্যি করে বলত সই তুই কি
আমায় ভালোবাসিস?
দিনেরাতে তোর আশায় আজোও
আমি পথ চেয়ে থাকি।
তুই কি আজ বুঝবি ভাষা সে যে মনের কথা।
মনে হলেই বুকের মাঝে মোচড় দেয়
জমানো যত ব্যাথ্যা।


সময় যদি থাকে তোর একটু আমার তরে,
মরার পরে এক ফোঁটা অশ্রু দিস
আমার সাদা চিতার পরে